ই-টিকিটিংয়ে কমেনি যাত্রী ভোগান্তি
গণপরিবহনে নৈরাজ্য বন্ধে মোট ৪৫টি পরিবহন কোম্পানির গাড়িতে ই-টিকিটিং পদ্ধতি চালু করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এরপরও কমেনি ভোগান্তি। টিকিটে কিলোমিটার উল্লেখ না থাকা, যত্রতত্র যাত্রী ওঠানামা, কাউন্টার ছাড়া বাসেই টিকিট কাটাসহ রয়েছে নানামুখী অভিযোগ। এর মধ্যেই মঙ্গলবার থেকে রাজধানীতে…